|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- মণিপুরের ঘটনার ঝড় উঠেছে সারা রাজ্যে জুড়ে, রাজ্যের সকল জায়গার পাশাপাশি এদিন শুক্রবার বিকেলে উস্থি ভূতল বাস স্ট্যান্ড হইতে উস্থি বাজার পর্যন্ত মনিপুরে নারীদের নোগ্ন করে বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে, মগরাহাট পশ্চিম ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ব্লক তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার নেতৃত্বে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও এদিনের এই পদযাত্রায় উপস্থিত হয়েছিলেন মগরাহাট পশ্চিম ব্লক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানবেন্দ্র মণ্ডল সহ ব্লকের তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার নেতৃত্বে এবং কর্মীবৃন্দ। যুব সভাপতি ইমরান হাসান মোল্লা জানান শাসিত রাজ্য মনিপুরে আদিবাসী মহিলাদের উপর আদিম নৃশংস বর্বরোচিত অত্যাচারের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ধিক্কার মিছিল বের করা হয়।