|
---|
নতুন গতি:একজন দাপুটে তৃণমূল যুব নেতা নির্মাল্য চক্রবর্তী ও অন্য শাসক ঘনিষ্ঠ গায়ক নচিকেতা। দুজনেই মেদিনীপুরের রাজপথে এক বাইকের সওয়ারী। কিন্তু মাথায় কারো হেলমেট নেই। যেখানে সাধারণ মানুষকে হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা গুনতে হয় সেখানে সংগীত শিল্পী নচিকেতা ও তৃণমূল যুব নেতা নির্মাল্য চক্রবর্তী কি করে হেলমেট ছাড়া বাইক চালাতে পারে। তাহলে শাসক ঘনিষ্ঠ বলেই কি হেলমেট ছাড়াই বাইক চালাতে পারবে ? প্রশ্ন তুলেছেন আম জনতা।
মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী, যদি আপনি হেলমেট পরেও থাকেন, কিন্তু হেলমেটের দড়িটি ঠিক করে না বাঁধেন, সেক্ষেত্রে আপনাকে জরিমানার মুখে পড়তে হতে পারে। এক্ষেত্রে মোটর ভেহিকেল অ্যাক্টের 194D নিয়ম অনুযায়ী, আপনার ১,০০০ টাকা জরিমানা হতে পারে। এছাড়াও, যদি আপনি ডিফেক্টিভ হেলমেট পরে থাকেন, বা বিনা ISI মার্ক যুক্ত হেলমেট পরেন সেক্ষেত্রেও ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে আপনাকে।
উল্লেখ্য, মেদিনীপুরের সিপাইবাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় এক গানের আসর ছিলো। তাই সকালেই এসে হাজির হন মেদিনীপুরের এক হোটেলে । জানা গেছে, মেদিনীপুরের দাপুটে তৃণমূল যুব নেতা নির্মাল্য চক্রবর্তীর সঙ্গে হৃদ্যতা থাকায় মেদিনীপুর শহর দেখার ইচ্ছা প্রকাশ করলে নির্মাল্য চক্রবর্তী শুক্রবার দুপুরে মেদিনীপুর শহর বাইকে করে ঘুরিয়ে দেখান।