|
---|
নিজস্ব সংবাদদাতা :কেশপুর ব্লকের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মুগবসান সুইট ড্রিম চিলড্রেন পয়েন্ট এর বাৎসরিক অনুষ্ঠান খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হল গতকাল। অনুষ্ঠানের শুভ সূচনা ২৩ শে জানুয়ারি জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে হয়। পতাকা উত্তোলন করেন ড্রিম এডুকেশন সোসাইটি সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। ওইদিন একদিবসীয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রিকেট খেলায় বিজয়ী হয় আনন্দপুর ইয়ং স্টার ক্লাব এবং বিজিত হয় এ সি বি সি ক্লাব। দ্বিতীয় দিনে একদিবসীয় নক আউট ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় বিজয়ী হয় নাড়াজোল এন কে ক্লাব এবং বিজিত হয় বন্ধু একাদশ। এছাড়াও শেষ দিনে অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা এক সুদৃশ্য বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দ্বারা বিভিন্ন নৃত্য পরিবেশন, অঙ্কন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের যে সমস্ত ছাত্র-ছাত্রী বিভিন্ন খেলাধুলা এবং প্রতি শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হয়েছে তাদেরকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বেস্ট মাদার পুরস্কার প্রদান। এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জব্বার বলেন আমরা বেস্ট মাদার পুরষ্কার দিয়ে তাদেরকে আরো উৎসাহিত করি যাতে করে তার ছেলে মেয়েকে বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পড়াশোনা ঠিকঠাক করে প্রস্তুত করে পাঠায়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে ও সুমধুর কন্ঠে সঞ্চালনা করেন সোসাইটি সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা ছিল চোখের পড়ার মতো।