|
---|
নিজস্ব সংবাদদাতা : শারদীয়া উৎসবের প্রাক্কালে কেশপুরের ধলহারা পাগলীমাতা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আগমনী উৎসব।
সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলহারা পাগলীমাতা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত ঘোষ , শিক্ষাবন্ধু স্বপন কুমার ঘোষ, কেশপুর সি এল আর সি অফিসের স্টাফ বি এল জি ই তুহিন ঘোষ ও একাউন্যান্ট সৌমিত্র মণ্ডল, সকল স্কুল পরিচালন কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সমীর কারক। এই অনুষ্ঠানে জন ছাত্র ছাত্রীরা নাচ, গান আবৃত্তি, ও নাটকে অংশগ্রহণ করে।এদিন স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত কুমার পাত্র এবং উদ্বোধনী বক্তত্য রাখেন ধলহারা পাগলীমাতা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত ঘোষ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত কুমার পাত্র।