|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি মহকুমা পরিষদে হেরে গেলেন তৃণমূলের ডাকসাইটে নেতা কাজল ঘোষ। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি ভাবা হচ্ছিল কাজল ঘোষকে। নির্বাচনে খড়িবাড়ি ব্লকের বিন্নাবাড়ি-রানীগঞ্জ ৫ নম্বর আসনে কাজল ঘোষকে হারিয়ে ২৩২ ভোটে জয়ী হলেন বিজেপির অজয় ওঁরাও (নিষ্ঠু)।এদিকে এই হারের পর কিছু বলতে চান নি কাজল ঘোষ।অন্যদিকে বিজেপীর অজয় ওরাও জানিয়েছেন এই জয় জনগনের জয়।তারা বুঝেগিয়েছেন কাকে দিলে ভোটে সঠিকভাবে কাজ হবে,তাই তারা আমাকে জয়ী করেছেন।আমি কৃতজ্ঞ তাদের কাছে।এবং আমি চেষ্টা করবো মানুষের পাশে থাকতে এবং মানুষের জন্য কাজ করতে। আমি প্রথম থেকেই আশাবাদী ছিলাম,এবং আমার মনে হয়েছিল জয় আমারই হবে।বিজেপীর কাছে আমি কৃতজ্ঞ তারা আমাকে এই সূযোগটা দিয়েছিল।এবং আমি সেটা কাজে লাগাতে পেরেছি। অন্যদিকে হেভিওয়েট নেতার হারে কিছুটা হলেও বিমর্ষ তৃণমূল শিবির।জেলা সভাপতি পাপিয়া ঘোষের সাথে যোগাযোগ করতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানিয়েছেন।