|
---|
মহঃ মফিজুর রহমান, নতুন গতি : অষ্টম দফা ভোটের মুখে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে মারাত্বক অভিযোগ আনলেন অধীর চৌধুরী ।” মুর্শিদাবাদে ভোটে জেতার জন্য মানুষকে টিভি, ফ্রিজ কিছুই দিতে বাকি রাখছে না” – তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি । নিজের ফেসবুক প্রোফাইলে এক ভিডিও বার্তায় অধীর চৌধুরী বলেন “মুর্শিদাবাদে ভোটে জেতার জন্য মানুষকে টিভি, ফ্রিজ কিছুই দিতে বাকি রাখছে না, কাল ভোট আজ টাকা দিচ্ছে, কিন্তু আপনারা এই প্রলোভনে পা দেবেন না। আপনারা গত ১০ বছরের মূল্যায়ন করুন। তারা ১০ বছরে কিছু করে নি বলেই আজ গরিব মানুষকে টাকার লোভ দেখাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের মাটি বীরদের মাটি, তারা লড়াই করবে কিন্তু টাকা বা কোনো লোভের সামনে মাথা ঝোঁকাবে না। আগামীকাল ভোট দেবেন নিজের বিচার বুদ্ধির ওপর, মনে রাখবেন আপনাকে ভোটের জন্য ঘুষ দিতে এই কারণেই চাইছে, যাতে ভোটে তারা জিতে আপনাদের থেকে ১০ গুণ লুঠে নিতে পারে, মুর্শিদাবাদের মানুষ আপনারা ঠিক ভুল জানেন, আগামীকাল সেটাই জানাবেন ইভিএমএ ।”