|
---|
মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন আজকাল পত্রিকার উত্তর ২৪ পরগণার জেলা সাংবাদিক উদয় বসু । অন্যায় এর সাথে আপোশ করেন নি কখনও,কলমের তীক্ষ্ণতায় ঘুম উড়িয়েছিলেন বাম জামানার একাধিক দোর্দণ্ডপ্রতাপ নেতার।
তাঁর লেখা বইয়ের মধ্যে উল্লেখযোগ্য ‘প্রাক্টিক্যাল জার্ণালিজম’ যা আগামীর সাংবাদিকদের পথ দেখাবে। কিন্ত সেই বিশিষ্ট সাংবাদিক উদয় বসু চলে গেলেন না ফেরার দেশে।
উত্তর ২৪ পরগনায় সাংবাদিক জগতের এক স্বর্ণালী অধ্যায়ের সমাপ্তি হল তাঁর বিদায়ের সাথে। বুধবার সকালে করোনার কাছে হার মানলেন তিনি, থেমে গেল এক স্পর্ধিত কলম। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৬৫ বছর।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে ছিলেন তিনি। সংবাদ জগতকে এক অপূরণীয় ক্ষতির কাছে রেখে চিরকালের শয়নে বিলীন হলেন উদয় বসু। তাঁর অকাল প্রয়াণে উত্তর ২৪ পরগণা জেলা সাংবাদিক জগতে নেমে এসেছে শোকের ছায়া ।