|
---|
সেখ আব্দুল আজীম : আজ সিঙ্গুর বিধানসভার অন্তর্গত চন্ডীতলা ২নং ব্লকের কাপাসাহাঁড়িয়া অঞ্চলের তৃষা কৃষি উন্নয়ন সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন ছিল আজ এবং এই সমবায় সমিতির নির্বাচনে রাজ্যের মাননীয় মন্ত্রী তথা এলাকার বিধায়ক বেচারাম মান্নার অকান্ত প্রচেষ্টায় তৃণমূল কংগ্রেসের সমর্থিত ৯সিটে ৯জনই প্রার্থীরা জয়লাভ করলো। প্রসঙ্গত ১৯৭৮ সালের পর থেকে এই সমবায় সমিতি বামপন্থীদের দখলে ছিল।আজ সেই সমিতির পরিচালনার দায়িত্ব পেল তৃণমূল কংগ্রেস। এই জয় প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন এই জয় মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নের জয়।