|
---|
বাবলু হাসান লস্কর, কুলতলি, দক্ষিণ চব্বিশ পরগনা : মৈপিঠ কোস্টাল থানা সীমানা বর্তী সুন্দরবনের কেঁদো দ্বীপের গাছ থেকে মৈপিঠ থানার পুলিশ ১৭জন বাংলাদেশীকে উদ্ধার করল। পুলিশ সূত্রে জানা যায় বাংলাদেশের পাথরঘাটা থেকে ১৫ /৮/২২ তারিখ, সাগরের উদ্দেশ্যে রওনা দেয় আরও দশটি টলার। আবহাওয়ার অবনতি হওয়ায় গভীর সমুদ্রে তাদের ট্রলার ডুবে যায়। FB ভাই ভাই এক মোট ১৯জন মৎস্যজীবী ওই ট্রলারে ছিল। দুজন মৎস্যজীবী সমুদ্রে ভেসে যায় বাকিরা একটি ভেলা বানিয়ে দুইদিন ধরে ভাসতে ভাসতে ভারতবর্ষে চলে আসে। সুন্দরবনের কেঁদো দীপের চরে। বাঘের ভয় দুদিন তারা গাছের উপরে ছিল। আর সেখান থেকেই দূরে কোন মৎস্যজীবীদের সাহায্য পাওয়া যায় তা লক্ষ্য রাখছিল তারা। রাতের অন্ধকারে তারা গাছের উপরে রাত কাটায় ওই ১৭জন মৎস্যজীবী। গতকাল সকালে একটি ট্রলারকে দেখতে পায় তারা ওই ভারতীয় ট্রলার বাংলাদেশি মৎস্যজীবীদেরকে দেখতে পেয়ে তড়িঘড়ি মৈপিঠ কোস্টাল থানায় খবর দেয়। খবর পেয়ে মৈপিট কোস্টাল থানার ওসি মধুসূদন পাল এর নেতৃত্বে ওই ১৭জন বাংলাদেশীকে উদ্ধার করে নিয়ে আসা হয় । রাতভর তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুরো ঘটনা।
আজ তাদেরকে বারুইপুর আদালতে তোলা হবে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই এই মৎস্যজীবীদেরকে বাংলাদেশ ফিরিয়ে দেয়া হবে। উদ্ধারকৃত ব্যক্তিদের নাম-
১. জলিল মুন্সী সোঃ লেঃ রশিদ মুন্সী চরকগাছিয়া, পোঃ- কাক বুনিয়া, পিএস- বরগুনা, জেলা- বরগুনা ৫০ বছর/ পুরুষ, বাংলাদেশ।
২. মোঃ ফরহাদ হোসেন সোঃ লেঃ আব্দুল রাজ্জাক হোসেন নিদ্দারের চর, পোঃ- ছকিনা, পিএস- তাকলী, জেলা- বরগুনা ৩৯ বছর/ পুরুষ, বাংলাদেশ।
৩. করিম হাওলাদার সোঃ লেঃ ফয়জুদ্দিন হাওলাদার নলিগ্রাম, পোঃ- খাগবুনিয়া পিএস- বরগুনা, জেলা- বরগুনা ৫০ বছর/ পুরুষ, বাংলাদেশ।
৪. আবুল হাওলাদার সোঃ লেঃ জালাল উদ্দিন হাওলাদার রায়বোকে, পোঃ- খাগবুনিয়া পিএস- বরগুনা, জেলা- বরগুনা ৫৫ বছর/ পুরুষ, বাংলাদেশ।
৫. বাবুল আখ্যান সোঃ সানু আখন চরকগাছিয়া, পিও-নলি, পিএস-বরগুনা, জেলা-বরগুনা ৫২ বছর/পুরুষ, বাংলাদেশ।
৬. বিল্লাল হাওলাদারের পিতা নুরুল হক হাওলাদার ইটবেরিয়া, PO- Noli, PS- বরগুনা, জেলা- বরগুনা ৩০ বছর / পুরুষ, বাংলাদেশ।
৭. মোঃ সাব্বির হাওলাদার এস/ও- জামাল হাওলাদার অজোরকাটি, পিও- গড়গগুনিয়া, পিএস- বরগুনা, জেলা- বরগুনা ১৮ বছর/ পুরুষ, বাংলাদেশ।
৮. মোঃ সজিব ফরাজী সোঃ জালাল ফরাজী মধ্য নিদ্রা, পিও- ছকিনা, পিএস- তাকলী, জেলা- বরগুনা ২১ বছর/ পুরুষ, বাংলাদেশ।
৯. বসির বিশ্বাস, লেফটেন্যান্ট সাহালাম মধ্য নিদ্রা, পিও- ছকিনা, পিএস- তাকলী, জেলা- বরগুনা ৪০ বছর/ পুরুষ, বাংলাদেশ।
১০. কাদের হাওলাদার সো/ও নাসির হাওলাদার এদুপাড়া, পো.- ছকিনা, পিএস- তাকলী, জেলা- বরগুনা ২৪ বছর/ পুরুষ, বাংলাদেশ।
১১. মোঃ হেলাল হাওলাদার এস/ও- আবুল হাওলাদার নলি, পিও- নলী, পিএস- বরগুনা, জেলা- বরগুনা ২৯ বছর/ পুরুষ বাংলাদেশ
১২. জাকির হাওলাদার S/o- জাহাঙ্গীর হাওলাদার চরকগাছিয়া, PO- কাকবুনিয়া, PS- বরগুনা, জেলা- বরগুনা ২২ বছর/ পুরুষ, বাংলাদেশ।
১৩. নাইম মুন্সী সোঃ জলিল মুন্সী চরকগাছিয়া, পোঃ- কাকবুনিয়া, পিএস- বরগুনা, জেলা- বরগুনা ২২বছর/ পুরুষ, বাংলাদেশ।
১৪. শুক্কুর হাওলাদার সোঃ মোঃ লালমিয়া হাওলাদার নিসাম্বরিয়া, পোঃ শিয়ালিয়া, পিএস- বরগুনা, জেলা- বরগুনা ২৪ বছর/ পুরুষ, বাংলাদেশ।
১৫. মোঃ জয়নাল আবেদীন মীর্ধা পিতা/ও আব্দুল রব মীর্ধা চরকগাছিয়া, পো:- কাকবুনিয়া, পিএস- বরগুনা, জেলা- বরগুনা ৩৫ বছর/ পুরুষ, বাংলাদেশ।
১৬. জলিল মির্ধা প্রাপ্তবয়স্ক মান্নান মির্ধা চরকগাছিয়া, পিও- কাকবুনিয়া, পিএস- বরগুনা, জেলা- বরগুনা ৩০ বছর/ পুরুষ, বাংলাদেশ।
১৭. আফান হাওলাদার সো. লে. আব্দুলগনী হাওলাদার নলটোনা ১০নং পো. শিয়ালিয়া, পিএস- বরগুনা, জেলা- বরগুনা ৪০ বছর/ পুরুষ, বাংলাদেশ।