|
---|
মালদা: ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক বাইক চালকের।আহত হয়েছে বাইক আরোহীও। মৃত যুবকের নাম আসলাম আলি। বয়স ২১। বাইক চালক আসলাম আলি ও বাইক আরোহী নাসিরুদ্দিনের(৩৫) দুই জনের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা এলাকায় । ঘটনাটি ঘটেছে আজ চাঁচলগামী জাতীয় সড়কে ভিঙ্গল জিপির জাবরা এলাকায়। স্থানীয়রা বাইক চালক ও আরোহীকে রক্তাক্ত অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চালকের মৃত্যু হয় বলে খবর।আরোহীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন ডাক্তারবাবুরা। ট্রাক চালক পলাতক বলে খবর। ট্রাকটি উদ্ধার করে নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
জানা যায় আসলাম আলি চাঁচল থেকে বাইকের যন্ত্রাংশ কিনে বাইক নিয়ে আসার পথে ৮১ নং জাতীয় সড়কে পেছন দিক দিয়ে এক ট্রাক বাইকটিকে ধাক্কা মারলে বাইক সহ চালক ও আরোহী দুই জনে দূরে ছিটকে পড়ে। স্থানীয়রা ছুটে এসে তাদের কে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছানোর আগেই চালক মারা যায় বলে খবর।