|
---|
হূগলী: খানাকুল : আজকে রাধাবল্লভপুর ও পাতুলে দুটি কম্বল বিতরণ শিবিরের আয়োজন করা হয়,হুগলীর খানাকুলের শাশ্বত সুচেতনা গ্রামীন পাঠাগারের ব্যাবস্থাপনায়। দুই জায়গাতেই ৫০ টি করে কম্বল বিতরণ করা হয় প্রান্তিক মানুষদের মধ্যে।
কম্বল গুলি দান করেছেন: Arogya Sondhan, Santoshpur,,Jadavpur, Kolkata. উপস্থিত ছিলেন পাঠাগার সম্পাদক নাজিম উদ্দিন হাজারি। মীর্জা জালাল উদ্দিন, সমাজসেবী প্রবির মন্ডল, অবসর প্রাপ্ত শিক্ষক চন্ডী চরন কপাট, জীবনেন্দু ঘোষ সহ বিশিষ্ঠ জন। সম্পাদক জানান
এই শীতে, এই নিয়ে মোট 3 টি শিবিরে প্রায় 200 কম্বল, 40 টি সোয়েটার, 34 টি চাদর বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান আগামী রবিবার 22 জানুয়ারি সকাল 10 টায় ছাত্র ছাত্রীদের বই খাতা বিতরন করা হবে, পাঠাগারের মাধ্যমে।