|
---|
নিজস্ব সংবাদদাতা : নদিয়া, পুরুলিয়ার পর উলুবেড়িয়া। আবারও ডাকাতদের উৎপাতে আতঙ্ক ছড়াল। হাওড়ার উলুবেড়িয়ায় এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তায় গুলি করল ডাকাতরা (Uluberia Robbery)। ওই ব্যবসায়ীর বাইক, সোনার গয়না-সহ টাকাপয়সা লুঠ করে পালিয়েছে আততায়ীরা।
মঙ্গলবার রাতের বেলা এই ঘটনা ঘটেছে উলুবেড়িয়া বাহিরতফা গ্রামে (Uluberia Robbery)। সুব্রত মাইতি নামে স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করা হয়েছে বলে খবর। পুলিশ তদন্ত শুরু করেছে।
স্থানীয়রা বলছেন, ওই দিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সুব্রতবাবু। মোটরবাইকে ছিলেন তিনি। বাড়ির কাছাকাছি আসতেই তাঁর রাস্তা আটকে দাঁড়ায় দুটি বাইক। সুব্রতবাবুর হাতে টাকা ও গয়না ভর্তি ব্যাগ ছিল। ডাকাতরা প্রথমে সেই ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যবসায়ী ব্যাগ আঁকড়ে ধরে রাখলে তাঁকে গুলি করে ডাকাতরা (Uluberia Robbery)। গুলিবিদ্ধ হয়ে বাইক থেকে ছিটকে পড়েন তিনি। ডাকাতরা তখন ব্যবসায়ীর বাইক ও সোনা-টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়।গুলির আওয়াজে এলাকার লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন সুব্রতবাবুকে। তাঁকে উলুবেড়িয়া মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার সিসি ক্যামেরা দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। ডাকাতদলের খোঁজ করা হচ্ছে। নদিয়া ও পুরুলিয়া ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, জেলায় জেলায় ডাকাতির ঘটনা বাড়ছে। দুষ্কৃতীদের ধরতে তৎপর হয়েছে পুলিশ।