বিজ্ঞানের নতুন ভাবনা নিয়ে ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সেমিনার

নিজস্ব সংবাদদাতা : বিজ্ঞানের নতুন দিক, কৃষি বিজ্ঞানের প্রযুক্তিগত উন্নতি নিয়ে বুধবার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন বিজ্ঞানী ডক্টর কুতুবুদ্দিন মোল্লা। উচ্চ ফলনশীল ফসল, গাছের জিনগত পরিবর্তন করে ছোট গাছকে বড় করা এবং বড় গাছকে ছোট করা কিভাবে সম্ভব তা তিনি ছাত্রদের সামনে প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। দরিদ্র মানুষরা প্রয়োজনীয় প্রোটিন কেবলমাত্র ভাত থেকেই যাতে পেতে পারে, সেজন্য প্রোটিন যুক্ত গোল্ডেন কেডি বা স্বর্ণচাল কিভাবে তৈরি করা হয়েছে, তার বিবরণ ডঃ কুতুবুদ্দিন মোল্লা ফ্রন্টপেজ অ্যাকাডেমির ছাত্রদের সামনে বিশদে বর্ণনা করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রন্টপেজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক আলী মুহাম্মাদ, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমির প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান প্রমুখ।