|
---|
নিজস্ব প্রতিবেদক:- ঘুমের মধ্যে অগ্নিকাণ্ড (Fire Incident) বাড়িতে। তার মধ্যে আবার দু’-দু’টি রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ। গভীর রাতে সবমিলিয়ে ভয়ঙ্কর কাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল একটি বসত বাড়ি। একমাত্র সান্ত্বনা এই যে, কেউ হতাহত হননি। তবে বাড়ির কোনও সামগ্রীই আর অবশিষ্ট নেই।হুগলির (Hooghly News) চুঁচুড়া (Chinsurah News) থানার অন্তর্গত ব্যান্ডেলের দক্ষিণ নলডাঙার ঘটনা। মঙ্গলবার গভীর রাতে সেখানকার একটি বাড়িতে আচমকাই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু সরু রাস্তা পেরিয়ে ভিতর পর্যন্ত পৌঁছনো পারেনি দমকলের গাড়ি। ফলে আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়ে যায় অনেক।দমকল আধিকারিকরা জানিয়েছেন, দু’টি ইঞ্জিন এনেও আগুন নেভানোর কাজ শুরু করা যায়নি। এর পর তাই হ্যান্ড পাম্প চালিয়ে চেষ্টা শুরু হয় আগুন নেভানোর। কিন্তু ওই বাড়িতে কাঠের উনুনে রান্না হতো। তার জন্য জমা করে রাখা হয়েছিল প্রচুর পরিমাণ তুঁষ, প্লাস্টিক। তাতে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে।শুধু তাই নয়, বাড়িতে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জামও মজুত রাখা ছিল। বাড়ির মালিক বিকাশ দাস পেশায় বিদ্যুৎ মিস্ত্রি। নিজের বৈদ্যুতিক সরঞ্জাম ভাড়ায়ও খাটান তিনি। বিকাশবাবু জানিয়েছেন, রাত সাড়ে ১১টা নাগাদ আচমকাই পায়ে গরম স্পর্শ পান। উঠে দেখেন প্লাস্টিক গলে গলে পড়ছে। তাতেই সম্বিৎ ফেরে।বিকাশবাবু জানিয়েছেন, সিলিন্ডার দু’টি ফেটে ভয়ঙ্কর আকার ধারণ করে আগুন। ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, দুই সন্তান, বৃদ্ধ বাবা এবং মা। কোনও রকমে তড়িঘড়ি সকলকে বাড়ি থেকে বার করে নিয়ে আসতে সক্ষম হন তিনি।অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও, প্রায় ৫ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম। গতকালই একজনের থেকে ধার নেওয়া ৪০ হাজার চারা, মূল্যবান সামগ্রী, নথিপত্র সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। একটি মোটর ভ্যান স্কুটার, সাইকেলও ভস্মীভূত হয়ে গিয়েছে। তবে কী থেকে আগুন লাগল, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।