|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক:লকডাউন বাড়বে না কমবে সেই নিয়ে ধন্দে ছিল পশ্চিমবঙ্গবাসী। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হল সপ্তাহে লকডাউন দুইদিনের। চলতি সপ্তাহে লকডাউন থাকবে বৃহস্পতিবার ও শনিবার।পুরোপুরি লকডাউন চলবে এই দুদিন। তবে পরের সপ্তাহে আপাতত বুধবার লকডাউনের দিনক্ষণ হিসেবে বেছে নিয়েছে রাজ্য সরকার।
তবে সে বিষয়ে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পরের সপ্তাহের জন্য সোমবার নাগাদ পরিস্থিতি পর্যালোচনা করে লকডাউন কেমন পর্যায় থাকবে তা ঠিক করা হবে।এদিকে সম্প্রতি রাজ্য সরকার জেলার জেলাশাসকদের কাছে লকডাউন ঘোষণা করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে। জেলার কোনও এলাকায় লকডাউনের প্রয়োজন পড়লে তাঁরাই সেখানে লকডাউন ঘোষণা করতে পারবেন। এক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন পরবে না।
এদিকে ব্যাঙ্ক খোলা রাখা নিয়ে একটি নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। রবিবার ও শনিবার ব্যাঙ্কে বন্ধ থাকবে। পাশাপাশি ওয়ার্কিং ডে’গুলিতে সকাল ১০ টা থেকে ২ পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।