|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : শীতের পরশে ভ্রমণ প্রেমী মানুষের মনে বেড়ানোর শখ জাগে। আর এই মুহুর্তে একটু আনন্দ বিনোদনের সময় পার করতে কুলতলির জালাবেড়িয়া অঞ্চলের চাঁদপুর লায়ন্স ক্লাব ও গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় দুই দিনের রাবার বল প্রতিযোগিতা। আর যা দেখতে ভিড় জমিয়েছেন দূর-দূরান্ত থেকে মানুষ জন। একটু আনন্দ বিনোদনের জন্য কর্মকর্তারা প্রতিবছরের ন্যায় এমনি অনুষ্ঠান করে থাকেন। খেলা শেষে হতে না হতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
দীর্ঘ পাঁচ দিনের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে উদ্বোধন করতে আসেন কুলতলী বিধানসভার সম্মানীয় বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, জালাবেরিয়া অঞ্চল প্রধান অসীম হালদার, উপপ্রধান রুহিনা ঢালি, বিশিষ্ট সমাজসেবী তথা পঞ্চায়েত সদস্য আবু বাককার সর্দার সহ একাধিক আধিকারিক।