|
---|
তানবির কাজি, নতুন গতি নিউজডেস্ক: ওটিটি-তে মুক্তি পেল দুটি ভিন্ন ধারার ছবি। ভালোবাসার ছবি “তুমি রবে নীরবে” ও রহস্যময় ছবি “ইউ টার্ন” আজ থেকে দেখা যাবে হটস্টার ও এমএক্স প্লেয়ারের মতো জনপ্রিয় প্লাটফর্মে। ছবি দুটির পরিচালনা করেছেন পরিচালক অজিতাভ বরাট। এর আগেও পরিচালক অজিতাভ বরাটের ছবি দর্শকদের মনে দাগ কেটেছিল।
এবারে একসাথে মুক্তি প্রাপ্ত দুই ছবি “ইউ টার্ন” ও “তুমি রবে নীরবে” দর্শকরা উপহার পেল। ছবি দুটির প্রযোজনা করেছেন রাজীব বল প্রোডাকশন। “ইউ টার্ন” ছবিতে অভিনয় করেছেন স্বনামধন্য অভিনেতা দেবাশীষ গাঙ্গুলী। এছাড়া অভিনয় করেছেন দিব্যেন্দু সেনগুপ্ত, রমা সেন ও অজিতাভ বরাট। “তুমি রবে নীরবে” ছবিতে অভিনয় করেছেন “অরিন্দ্য ব্যানার্জী, অর্ঘ্য গাঙ্গুলী, সনীয়া সাহা, নবনীতা সিংঘ।