|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মালদা: শশুর বাড়ির কথামতো বাপের বাড়ি থেকে টাকা পয়সা না নিয়ে আসাই এক গৃহবঁধূকে মারধর করার অভিযোগ উঠল। অসহায় গৃহবধূ মূক ও বধির স্বামীকে নিয়ে আজ ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাকেনুর বিবি। সুজাপুর এর বাখ্রা পুরের বাসিন্দা সামিউল শেখের সাথে যদুপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধূর বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসার জন্য চাপ দিত ওই গৃহবধূর শাশুড়ি লজিনা বিবি, দেওর আব্দুল শেখ এবং জা রুমা বিবি। সোমবার রাত্রে ছাগলে সবজি খেয়ে নেওয়ায় এবং আবারো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য বচসা বাধে তাদের। অভিযোগ এরপরই বাস লাঠি দিয়ে মারধর করা হয় ওই গৃহবধূকে। আজ ওই গৃহবধূ তার মুখ ও বধির স্বামীকে নিয়ে ইংরেজবাজার থানা পুলিশের দ্বারস্থ হয়।