মালদার কালিয়াচকের বিভিন্ন এলাকায় শুরু হল রুটমার্চ

    দেবাশিস পাল, মালদা: লোকসভার নির্বাচনে বাকি আর বেশ কিছু দিন আর তার আগে মালদার কালিয়াচক থানা এলাকায় শুরু হয় রুটমার্চ। উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক কৌশিক ভট্টাচার্য ও পুলিশ সুপার অর্নব ঘোষ। কেন্দ্রীয় বাহিনীদেরকে নিয়ে এলাকার বিভিন্ন প্রান্তে রুট মার্চ করল ও নাজিরপুর, সুজাপুর,চামাগ্রাম এলাকায় এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ জানান, নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে। সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের কোনও সমস্যা সংশয় রয়েছে কি না তা বিষয়গুলি জানলাম। কোনও সমস্যা থাকলে তা দূর করতে সেগুলো এলাকার মানুষদের জানানো হচ্ছে কোনো ভোটারদের কেউ ভয় দেখানো হচ্ছে কিনা এলাকা ঘুরে তা জানা হচ্ছে।