|
---|
নিজস্ব সংবাদদাতা : ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশনের উদ্যোগে ২৮ নভেম্বর ২০২১ সাগরদীঘির কাবিলপুর এলাকার ‘রণঞ্জিতপুর বেগম জাহানারা মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা’য় একটি বর্ণাঢ্য সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় ৷ এই সংবর্ধনা সভায় ৩ জন ডাক্তার , ৪ জন হবু ডাক্তার , ২ জন সংগীত শিল্পী , ৫ জন কবি- লেখক- শিক্ষক এবং ১০ জন সাংবাদিক’কে সংবর্ধিত করা হয়। বিশিষ্ট’দের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণসুবর্ণ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মহঃ মতিউর রহমান, বালিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আহসানুল হক মহাশয়, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রফেসর ডাঃ অনির্বাণ দত্ত মহাশয়, সাগরদীঘির বিশিষ্ট সমাজসেবী পরিতোষ বন্দোপাধ্যায়, কবি আবদুস সালাম,কবি নিমাই দত্ত মহাশয়, দৈনিক বর্তমান পত্রিকার বিশিষ্ট সাংবাদিক সবুজ বিশ্বাস মহাশয়, শচীন পাল – বিশিষ্ট শিক্ষক ও সঙ্গীতশিল্পী, সৌমিত্র দাস সাংবাদিক রিপাবলিক বাংলা, ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশনের সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, আব্দুল মালেক,তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান কর্মকর্তা ইফতিকার আলম, সাহিন হোসেন, কবি নুরুল হাসান, কবি রবিউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম,সুমন(শরীফ)মহাশয়, বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের অন্যতম সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী এবং আই.সি.আর হাই মাদ্রাসার সহকারী শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন, সংবর্ধনা সভার মূল উদ্যোক্তা তথা ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশনের প্রধান পৃষ্ঠপোষক মহঃ মুস্তফা শেখ, কবি মোঃ মোফাক হোসেন, আনিসুর রহমান চিফ-এডিটর – অয়ণ বাংলা নিউজ, বিশিষ্ট শিক্ষক কবি লক্ষণ দাস,কবি ও শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শ্রী জয় কুমার ধারা, মাসিদুল সেখ সম্পাদক – জীবন সাহারা পত্রিকা, সালাহ্উদ্দিন সেখ – বিশিষ্ট কবি ও আবৃত্তিকার, ডাক্তার – এম ডি আরিফ রেজা রাজানগর বি .পি .এইচ. সি,মহঃ মুসলেহুদ্দীন সাংবাদিক – টি নিউজ ওয়ার্ল্ড,সামিম আক্তার সাংবাদিক – জঙ্গিপুর টাইমস,সাংবাদিক জিয়াউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে কবিতা আবৃতি, বক্তব্য ও সংগীত পরিবেশিত হয়। প্রত্যেকে’ই সামাজিক অবক্ষয়ের চিত্র তুল ধরে ব্যক্ত করেন যে, সব পেশায় সম্মানজনক এবং সকল মানুষকে’ই সমাজগঠনমূলক কাজে আত্মনিবেদিত প্রাণ হওয়া দরকার। সমগ্র অনুষ্ঠান’টি সঞ্চালনা করেন সমাজ বার্তা সংবাদ পত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ।