|
---|
নিজস্ব প্রতিনিধি,মালদা : হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার, প্রসার ও স্বল্প খরচে পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসার মাধ্যমে রোগমুক্ত সমাজগঠন করার সংকল্প নিয়ে , ” বিশ্ব হোমিওপ্যাথি দিবস ” উদযাপন করলো মালদা সহ দুই দিনাজপুরের হোমিওপ্যাথিক চিকিৎসকরা। রবিবার সন্ধ্যায় মালদা শহরের এক বিলাসবহুল হোটেলে হোমিওপ্যাথি চিকিৎসকদের সংগঠন, “বেঙ্গল হোমিওপ্যাথি ওয়েলফেয়ার এসোসিয়েশন ” এই উপলক্ষে একটি মনোজ্ঞ আলোচনাসভার আয়োজন করে। প্রদীপ জ্বালিয়ে ও হ্যানিম্যানের প্রতিকৃতিতে শুরুতে পুস্পার্ঘ নিবেদন করেন উপস্থিত চিকিৎসকরা। এই অনুষ্ঠানে মালদা সহ দুই দিনাজপুরের প্রায় শতাধিক হোমিওপ্যাথি চিকিৎসক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চিকিৎসকরা মুলত হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার ও স্বল্প খরচে পার্শ প্রতিক্রিয়া হীন চিকিৎসার মাধ্যমে কেমনভাবে রোগমুক্ত সমাজগঠন করা যায় তাই নিয়ে সবিস্তারে আলোচনা করেন। বহু চিকিৎসক আলোচনা সভায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সমৃদ্ধ করেন। কিভাবে আরো মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায় সেদিকে আলোকপাত করা হয়েছে। ক্রমশ হোমিওপ্যাথি চিকিৎসায় বেশি করে এগিয়ে আসছে বলে উদোগতারা বলেন । বেঙ্গল হোমিওপ্যাথি ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি ডা: আজমাল হোসেন জানান, এই পৃথিবীতে হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার বাড়ছে। হোমিওপ্যাথি চিকিৎসার জনক হেনিম্যানের 265 তম জন্মদিন 10 এপ্রিল।আমরা সেইদিন টিকে স্মরণ করে বিশ্ব হেমিওপ্যাথ দীবস পালন করলাম। তিন জেলার শতাধিক হোমিওপ্যাথি চিকিৎসক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চিকিৎসকরা হোমিওপ্যাথি বিভিন্ন দিক তুলে ধরেন। এদিন মুলত বিভিন্ন বিশিষ্ট হোমিও চিকিৎসক চিকিৎসার একাল সেকাল ও এবং হোমিও চিকিৎসার সাহায্যে রোগমুক্ত সুস্থ সমাজ গড়া যায় সেবিষয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল হোমিওপ্যাথি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ডাক্তার আজমাল হোসেন , সম্পাদক তোহিদুর হোসেন সহ সভাপতি রাফিকুল হাসান , সুমিত কুন্ডু, জয়জীত বিশ্বাস, ডাঃ আসরাউল হক,ও বিশিষ্ট হেমিওপ্যাথ চিকিৎসক এ, আর রাজি, সুব্রত পাল চৌধূরী সহ অনেকই। এই অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন হোমিওপ্যাথি চিকিৎসক ড: মুস্তাহিদা খানম।