|
---|
নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রবিবার কলকাতায় সারা ভারত ফরওয়ার্ড দপ্তরের বিপ্লবী নলিনী গুহ সভা ঘরে অনুষ্ঠিত হল শব্দের খড়কুটো সাহিত্য পরিবারের মোড়ক উন্মোচন, সাহিত্য সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃথ্বীরাজ সেন, অ্যাডভোকেট জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী, কবি অসীম দাস, সাংবাদিক হামিম হোসেন মণ্ডল প্রমুখ। বক্তব্য রাখার পর পরিবারের অ্যাডমিন ও অতিথিদের হাতধরে মোড়ক উন্মোচিত হল শব্দের খড়কুটোর বার্ষিক মুখপত্র স্মৃতি মল্লিক সাহা সম্পাদিত ‘শব্দের মলাট’-এর তৃতীয় সংখ্যা। এছাড়াও, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল একক কাব্যগ্রন্থ স্মৃতি মল্লিক সাহার ‘ইতি তোমার স্মৃতি’, কৃষ্ণা ঘোষের ‘জাহ্নবী’, সুজাতা ঘোষের ‘বাঁধন ছেঁড়া’, ধীরাজ দণ্ডপাটের ‘ডুলুং এর কাছে’, সমরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘আকাশ ভরা সূর্য তারা’।
পরিবারের ফেসবুক গ্রুপে আয়োজন ও প্রতিযোগিতার মধ্য থেকে উঠে আসাদের মধ্যে বর্ষ সেরা সাহিত্যক হলেন সৌমেন্দ্রনাথ মাহাত, কবি কৃত্তিবাস স্মৃতি সম্মান পেলেন উজ্জ্বল দত্ত চৌধুরী, দৈনিক সম্মাননা পেলেন শ্যামল কুমার মিশ্র, সেরা পাঠক-পাঠিকা সম্মাননা পেলেন বন্দনা মুখার্জী। এছাড়া ইভেন্টের মধ্যে ত্রিকোণী কাব্যের জন্য মঞ্জুশ্রী চক্রবর্তী ও ফাল্গুনী চট্টোপাধ্যায়, নতুন কুঁড়ির জন্য শিবানী চ্যাটার্জী, ছন্দ বাঁধির জন্য নূপুর আঢ্য, কবি কণ্ঠে গৌরী গাঙ্গুলী ও শিপ্রা চট্টোপাধ্যায় এবং অনুষ্ঠানটির সঞ্চালিকা সুহানা আহম্মেদকে সম্মাননা জানানো হয়। কবি পাঠ, আবৃত্তি, সংগিত পরিবেশন করা হয়। সভাপতিত্ব করেন ধীরাজ দণ্ডপাট। কবি মনোরঞ্জন আচার্য্য, শুভ্রা রায়, অশোক ঘোষ সহ পরিবারের অ্যাডমিনরা উপস্থিত ছিলেন।
সম্পাদিকা ‘নতুন গতি’কে জানান, সাহিত্য গ্রুপের বিভিন্ন ইভেন্ট সেরা, বর্ষসেরা কবি ও কৃত্তিবাস সাহিত্য সম্মাননা দিতে পেরে ভীষণ আনন্দিত।