৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে একযোগে রাজ্যের শিক্ষক নিয়োগ মামলাগুলির চূড়ান্ত শুনানি

দেবজিৎ মুখার্জি: আগামী ৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে একযোগে শুরু হবে রাজ্যের সব শিক্ষক নিয়োগ মামলার চূড়ান্ত শুনানি। সব মামলাই চলবে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চে। বুধবার জানিয়ে দিল শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, প্রতিটি মামলা শোনা হবে আলাদা আলাদাভাবে।

     

    বুধবার একাদশ ও দ্বাদশ শ্রেণির ওএমআর শিট সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীর মুলতুবির আবেদনে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন। পরপর মামলা পিছিয়ে যাওয়ার ফলে অযোগ্যরা চাকরি করেই চলেছে এবং যোগ্যরা বঞ্চিত হচ্ছে। এরপরেই শীর্ষ আদালত এই সিদ্ধান্ত ঘোষণা করে।