রাজনগরে ঐতিহ্য মন্ডিত মীর বাবার মাজারে উরস মোবারক উদযাপন

মহঃ সফিউল আলম, বীরভূম: অন্যান্য বারের মতো এবারও বীরভূমের রাজনগরে ঐতিহ্য মন্ডিত মীর বাবার মাজারে ২৩ ফাল্গুন শুক্রবার উরস মোবারক উদযাপন করা হয় নিষ্ঠা সহকারে৷ প্রায় কয়েক ‘ শ বছরের প্রাচীন এই মাজারে সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের আনাগোনা চোখে পড়ে৷ দেখা যায় মাজারটি নির্মিয়মান অবস্থায় বর্তমানে দাঁড়িয়ে৷ পুরোনো আদল বদলে দিয়ে নতুন রুপ দেওয়ার চেষ্টা চলছে ভক্ত অনুরাগীদের সহায়তায়৷ এমনটাই জানান মাজার কমিটির পদস্থ কর্তা ও সদস্যরা৷


    মাজার কমিটি সূত্রে জানা যায়, আজও শনিবার দুপুর থেকে ভক্তরা মাজারে যাওয়া আসা করছেন৷ মাজারে চাদর চাপানো, মিলাদ, ফাতেহা প্রভৃতি আয়োজিত হয়৷ আগে কয়েকদিন ব্যাপী মেলা বসলেও এবার মেলার আয়োজন করা সম্ভব হয়নি বিশেষ কারণে৷ কিছু দোকান পাট ছিল৷ মাজারে সিন্নি বিতরণ করতে দেখা যায়৷ মহোৎসবেরও আয়োজন ছিল৷ প্রসঙ্গত উল্লেখ্য, এই সুপ্রাচীন মীর সাহেবের মাজারে এছাড়া প্রতি বছর অগ্রহায়ণ মাসের ১ তারিখ নবান্ন উৎসব পালন করেন ভক্তরা৷ জাতি ধর্ম নির্বিশেষে সেই সময় কয়েক হাজার মানুষ ভিড় জমান৷ অন্যান্য সময়েও দর্শনার্থীরা আসেন মাজার দর্শনে৷ মাজারটিকে ঘিরে শোনা যায় অনেক জানা অজানা ইতিহাস ও কাহিনী৷ ইতিমধ্যে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় একটি শেড তথা মঞ্চ নির্মিত হয়েছে৷ পৌঁছেছে বিদ্যুৎ৷ পানীয় জলের নলকূপও বসেছে৷ আরও কিছু দাবি রয়েছে ভক্তদের৷ সেগুলিও দ্রুত পূরণ হবে বলে মনে করছেন তাঁরা৷