ভারত নয়! যুদ্ধের আবহে ভারতের চেয়ে অনেক বেশি তেল আমদানি করেছে স্বয়ং আমেরিকা

নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। এবার সেই আমেরিকাই যুদ্ধের আবহে ভারতের চেয়ে অনেক বেশি তেল আমদানি করেছে রাশিয়ার থেকে।

    সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ‌্যান্ড ক্লিন এয়ার বা ‘ক্রেয়া’-র একটি রিপোর্টে দেখা যাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার তেল রপ্তানি বেড়েছে। মার্কিন চাপ থাকা সত্ত্বেও তেল আমদানির বিষয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করেনি ভারত। এই আমদানি করা লাভজনক হবে বলেই মত অর্থনৈতিক মহলের। এই বিষয় ভারতের উপর চাপ বসিয়ে ছিল পশ্চিমী দেশগুলি। কিন্তু এবার দেখা গেল ভারতের উপরে সবাই চাপ সৃষ্টি করলেও রাশিয়ার থেকে তেল কেনায় বিন্দুমাত্র পিছিয়ে নেই পশ্চিমী দেশ ও আমেরিকাও।