|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: অক্ষয় তৃতীয়ায় বাইপাসের ধারে তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে সেদিন উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর সাথেই পিছিয়ে গেল ‘দিদিকে বলো-২’ এর কর্মসূচি উদ্বোধন।
জানা গিয়েছে, নতুন তৃণমূল ভবনে তিনি প্রথমবার আসবেন ৫ মে। আর ওইদিনই দিদিকে বলো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের সূচনা রাজ্য কমিটির বৈঠকও হবে। তপসিয়া রোডের তৃণমূল ভবন সংস্কারের কাজ চলাকালীন এখান থেকেই দলের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হবে।