|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ভাদু গান হল পশ্চিমবঙ্গের একটি প্রাচীন লোকগান। পৌরাণিক ও সামাজিক ভাদু গানগুলি বিভিন্ন পাঁচালির সুরে গীত হয়। এছাড়া চার লাইনের ছড়া বা চুটকি জাতীয় ভাদু গানগুলিতে সমাজ জীবনের বিভিন্ন অসঙ্গতির চিত্র সরস ভঙ্গীতে ফুটিয়ে তোলা হয়। বর্তমানে সামাজিক সচেতনা মূলক প্রচারের জন্য ভাদু গান গাওয়া হয়ে থাকে।
২৯শে ভাদ্র পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে ভাদু গান অনুষ্ঠিত হল। একটি ভাদু প্রতিমাকে নিয়ে গ্ৰাম পরিক্রমা করে ও গঙ্গা স্নান করে। এই দলে ১৫ জন সদস্য থেকে। নন্দীগ্রামে ভাদু গানের দলের নাম হল পূর্বপাড়া ভাই ভাই ক্লাব। ভাদু গানের সঙ্গে একটি মেয়েকে সাজিয়ে নাচ করা হয় তার সাথে ভাই ভাই ক্লাবের সদস্যরা। এই ভাদু গানের উদ্যোক্তা বাড়ি হল কাটোয়া ১নং ব্লকের টেকরখাঁজি গ্ৰামের নাম বাসুদেব ঘোষ। আজকে ভাই ভাই ক্লাবের সদস্যরা প্রতেক বাড়িতে বাড়িতে গিয়ে ভাদু গান করেন। ভাই ভাই ক্লাবের সদস্যরা বললেন আমাদের কোনো দাবি নেই গ্ৰামবাসীরা যে টাকা দেয় সেটা আমরা খুশি করে নিয়। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন গ্ৰামবাসীরা।