|
---|
আরিফুল ইসলাম, হুগলী, নতুন গতি: হুগলী জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী রুনা খাতুনের নির্দেশে আজ রাজনৈতিক কর্মী সভার আয়োজন করেছিল বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেস।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলার প্রাক্তন সভাপতি দিলীপ যাদব, এলাকার বিধায়ক তথা বৈদ্যবাটি পৌরসভা পৌর প্রশাসক অরিন্দম গুঁইন। এছাড়াও বৈদ্যবাটি পৌরসভার উপ-পৌর প্রশাসক মহুয়া ভট্টাচার্য, প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এবিষয়ে তৃণমূল যুব কংগ্রেস নেতা সন্দীপন নন্দী আমাদের জানান, “আমাদের হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলাতে মোট ২১ টা টাউন-ব্লকেতেই এই কর্মীসভা অনুষ্ঠিত হবে, আজ ছিল তৃতীয় দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও অভিষেক ব্যানার্জীর চিন্তা ধারা, জেলা সভাপতি স্নেহাশিস চক্রবর্তীর আশীর্বাদ নিয়ে রুনা খাতুনের নেতৃত্বে যেভাবে যুব সংগঠন কাজ শুরু করেছে তা আগামী দিনে সমগ্র হুগলী জেলার ছাত্র-যুবদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে হুগলী জেলার তৃণমূল যুব কংগ্রেস।