|
---|
সেখ মহম্মদ ইমরান কেশপুর, মেদিনীপুর : পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মুগবসান মুক্তমঞ্চের উদ্যোগে রবিবার সারাদিনব্যাপী নানা ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন মুগবসান হক্কানিয়া হাইস্কুলে চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরে ১৮ জন মহিলা সহ ৮৪ জন রক্তদাতা রক্তদান করেন। এদিন চক্ষু পরীক্ষা শিবিরের শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা হয়। এদিন দ্বিতীয় পর্বে প্রদর্শনী কবাডি ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন মুক্ত মঞ্চের পত্রিকা জীবন্ত দলিল প্রকাশিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জমজমাট কুইজ প্রতিযোগিতা।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী শিউলি সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রদ্যুত পাঁজা, বিশিষ্ট চিকিৎসক ডঃ বিশ্বজিৎ ঘোষ, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, সমাজসেবী , ভারতীয় খ্রিস্টান পর্ষদের রাজ্য সভাপতি ডঃ বিশপ পিটার আলোক মুখার্জি , বিশিষ্ট সমাজসেবী হাসানুর জামান, ঝেঁতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণপ্রসাদ চৌধুরী, শিক্ষক স্নেহাশিস চৌধুরী, শিক্ষক দীপক রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। মুক্তমঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক চৌধুরী আবুল কালাম আজাদ, সভাপতি কাজী আব্দুল মাহমুদ সহ অন্যান্য সদস্যরা।
মন্ত্রী শিউলি সাহা বলেন, এলাকার এই স্বেচ্ছাসেবী সংগঠন নিঃস্বার্থভাবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে চলেছে।সরকার থেকে কোনরকম সহযোগিতা না পেয়েও এ ধরনের কাজ করার জন্য মঞ্চের প্রতিটা সদস্যকে কুর্নিশ অভিবাদন জানায় ।