|
---|
বাইজিদ মণ্ডল ডায়মন্ড ওয়ার্ল্ড:- শনিবার পঞ্চায়েত নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছিল গণ্ডগোল আবার কোথাও ছাপ্পা ভোট। এবং ঘটেছে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা। উদ্ধার হয়েছে বোমা, চলেছে গুলি। তবে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত বাসুলডাঙ্গা অঞ্চলে চাঁদা গ্রামে অন্য রকম একটু চিত্র চলেছে শান্তিপূর্ণ ভোট। সেই নিরিখে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের নজির গড়লো এই চাঁদা এলাকায়।ভোটের দিন সকাল থেকে বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে ভোটাররা এসেছিলেন ভোটকেন্দ্রে। বেশ কয়েকটি বুথে দেখা গেল ভোটারদের লম্বা লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই লাইনের দৈর্ঘ্যও ক্রমশ বেড়েছে। কিন্তু ভোটারদের লম্বা লাইন দেখা গেলেও,পুলিশি পাহারা সেভাবে নেই বলে, এমনই অভিযোগ ভোটারদের। যদিও বেলা বাড়তেই ভোট কেন্দ্রগুলিতে পুলিশি টহলদারি চোখে পড়েছে। সেই নিয়ে চাঁদা গ্রামে তৃণমূল কংগ্রেসের যুব নেতা আলমগীর মোল্লা আশাবাদী তাদের প্রার্থী জিতছে এবং তাদের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সবুজ আবির মাখার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন।