|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই বিভিন্ন জেলা থেকে অশান্তি ,বোমাবাজি ও প্রাণহানির খবর আসছে । প্রশাসনিক ভাবে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার তেমন উদ্যোগ চোখে পড়ছে না। ফলে বেড়ে চলেছে নৃশংসতা ও প্রাণহানি। বিভিন্ন জেলার মতো উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা, ও বাদুড়িয়া ব্লকের কাটিয়া হাটের আটুরিয়া গ্রামের ২০০ নং বুথে রিগিং এর প্রতিবাদে জাতীয় কংগ্রেসের কর্মীরা পথ অবোরোধ করে কাটিয়াহাটে।এর ফলে ভোট গ্রহন প্রক্রিয়া বেশ ব্যাহত হয়। জানালেন বাদুড়িয়া ব্লক কংগ্রেসের কার্যকরী সভাপতি অসীম ব্যানার্জি মহাশয়।