|
---|
নিজস্ব সংবাদদাতা : বিগত কিছুদিন ধরে গোটা উত্তর ভারত জুড়ে ব্যাপক বৃষ্টিপাত জারি রয়েছে। দিল্লি থেকে উত্তরাখান্ড, হরিয়ানা থেকে হিমাচল প্রদেশ জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বারে বারে ভেসে আসছে সেই সব ছবি।
তবে এই ভরা বর্ষায় হিমাচল প্রদেশে তুষারপাতের ঘটনা ঘটেছে। হিমাচল প্রদেশ প্রকৃতির স্বর্গরাজ্য। প্রকৃতি যেন নিজের খেয়াল খুশিতে সাজিয়েছে গোটা এলাকাকে।
পর্যটকদের কাছে বরাবরই প্রিয় হিমাচল প্রদেশ। এবারে সেখানে ভরা বর্ষায় তুষারপাত এর ঘটনা ঘটেছে। হিমাচল প্রদেশের অন্তর্গত লাহুল স্পিতি এলাকায় তুষারপাত হয়েছে বলে সূত্রে খবর মিলেছে।
এই ভরা বর্ষায় তুষারপাতের ঘটনা সত্যি বিরল। তুষারপাতার ঘটনা সংবাদ শুনেই পর্যটকরা উৎসাহী হয়ে ওঠেন সংলগ্ন এলাকায় যাওয়ার জন্য। তবে রাস্তাঘাট ভালো না থাকবার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না।