|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: শহরের অন্যতম অগ্রগণ্য বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যাপীঠ এর ৩৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল সোমবার। এদিন বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহময় সেনগুপ্ত । বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বলরাম সেনগুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান করেন স্নেহময়বাবু সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা বৃন্দ। স্নেহময় বাবু বলেন, “আমাদের এই বিদ্যালয় ১৯৮৮ সালে স্থাপিত হয়েছিল । মেদিনীপুর শহরের অন্যতম এক বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যাপীঠ। কোরোনার জন্য ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় আসার জন্য বলা হয়নি। তবে কিছু অভিভাবক অভিভাবিকা বিশিষ্ট সমাজসেবী ও গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।”
পাশাপাশি মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক ধৃতব্রত সরকারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ধৃতব্রতবাবু সম্প্রতি ইন্টারন্যাশনাল ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি এ বছর রাষ্ট্রীয় গৌরব অ্যাওয়ার্ড, ম্যাজিক বুক অফ রেকর্ডস, ন্যাশনাল এডুকেশন ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডস, ধ্রুব রতন অ্যাওয়ার্ডস সম্মানে সম্মানিত হয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শিক্ষক-শিক্ষিকারা সবাই ভীষণ খুশি ও গর্বিত। ধৃতব্রত বাবু বলেন, “নিজের কর্মস্থল থেকে আজ এই সংবর্ধনা আমাকে অনেক আগামী দিনে উৎসাহিত প্রদান করবে l আমার সকল সম্মান বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের জন্যই।”