স্বেচ্ছায় রক্তদান এবং বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির

নতুন গতি প্রতিবেদক: গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এবং মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান শিবির। একই সঙ্গে বিনাব্যায়ে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির। পরিচালনায় অগ্নিবীণা ক্লাব। এদিনে শিবিরে সহযোগিতা করেন এস এস কে এম হাসপাতাল ব্লাড সেন্টার ও এ এস জি আই হাসপাতাল। এদিনে সকালে এক বর্ণাঢ্য শোভযাত্রা র মধ্য দিয়ে শিবিরের শুভ সূচনা হয়। রক্তদানের জন্য হাঁটা। ৩০জন মহিলা সহ ৬৫জন স্বেচ্ছায় রক্তদান করেন। এবং প্রায় ১৫০ জন মানুষ চক্ষু পরীক্ষা করান।

    এদিনে অতিথী স্বরূপ উপস্থিত ছিলেন, ওয়ার্ড কমিশনার বিকাশ দত্ত। অগ্নিবীণা ক্লাব এর পক্ষ থেকে, গৌতম ঘোষ, শৈলেন গায়েন, উত্তম সর্দার, মানস ত্রিপাঠি, পল্লব গায়েন ও আরও অনেক সদস্য ও সদস্যা বৃন্দ।

    সংগঠনের তরফে জানানো হয়, আজকের নিয়ে ২১ বছরে পদার্পণ করলো তাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবির। সারা বছরই বিভিন্ন সমজিক কাজে তারা অগ্রসর হন। আজ শিবিরে প্রায় শতাধিক মানুষ উপকৃত হয়েছে বলে তাঁরা আশাবাদী। উক্ত অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংগঠনের এই মহতী উদ্যোগে বেজায় খুশি এলাকাবাসী।