রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর প্রচেষ্টায় রক্তের সংকট মেটাতে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবির

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার :- অনুষ্ঠিত হলো ডায়মন্ড হারবার শুভান্ন প্রাঙ্গণে প: ব: রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এর পক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরI

    বর্তমানে করোনা নামক মারণ ব্যাধির কারণে লকডাউন, আর এই লকডাউনের মধ্যে দিয়ে সোশ্যাল ডিসটেন্স মেনটেন্স করে গুটি কয়েক রক্ত দাতা দের নিয়ে এই মুহূর্তের রক্তের সঙ্কট কে দূর করতে রক্ত দান শিবির । আজ এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন ডা: হা:, বিধায়ক পান্নালাল হালদার , মহকুমা প্রশাসক সুকান্ত সাহা,সুমিত চৌধুরী সহ সকল জনপ্রতিনিধি।

    মহকুমা প্রশাসক সুকান্ত সাহা বলেন রক্ত সংকট থেকে নিরাময় পেতে আজকের দিনে মুমূর্ষু রোগীর রক্ত সংকটে ও থালাসেমিয়া আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার বাবুদের অক্লান্ত পরিশ্রমে তারা রক্ত সংগ্রহ করলেন। মানবতা এখনো বেঁচে- আর তার জন্য আমরা পারি মুমূর্ষু রোগীকে বাঁচাতে। নিজের রক্ত দিয়ে কেবল বিনিময়ে নয় স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এক অমূল্য জীবনকে আমরা বাঁচাতে পারি। আমাদের সমাজকে আমরা উজ্জীবিত করতে এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে এই রক্তদান শিবির।