|
---|
শুভদীপ পতি; হলদিয়া: আগামী ১২ই মে তমলুক লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে এখনো প্রার্থীর নাম ঘোষণা না হলেও, ভোট প্রচারে পিছিয়ে নেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গ্রামীন মণ্ডল ১নং বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীরা যথারীতি কোমর বেঁধে নেমেছে এবং বাড়ি বাড়ি গিয়ে কার্ড বিলি করে ভোট প্রচারও চালাচ্ছে।
হলদিয়া গ্রামীণ মণ্ডল ১নং বিজেপি যুব নেতা মঙ্গল দাস বলেন, মানুষ বিজেপিকে ভোট দিতে প্রস্তুত আছে। স্বচ্ছ ভোট হলে এরাজ্যের ক্ষমতায় বিজেপি আসতে চলেছে।
একাধারে তিনি অভিযোগ করে বলেন, রাজ্যবাসী পঞ্চায়েত ভোট না দিতে পেরে যা অভিজ্ঞতা পেয়েছেন, আসন্ন লোকসভা ভোটদানে তা কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেবেন।
রাজ্য জুড়ে প্রকাশিত হয়নি বিজেপি প্রার্থী তালিকা। তবুও জেতার আশা ছাড়েনি রাজ্য বিজেপি। রাজ্যের ক্ষমতায় কোন দল আসতে চলেছে, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৩শে মে পর্যন্ত।