ওয়েষ্ট বেঙ্গল স্টেট জমিয়াত-এ উলেমার পক্ষে মেমারি এলাকার বিভিন্ন গ্রামে দুঃস্থ পরিবারের হাতে খাদ‍্যসামগ্রী তুলে দিলেন।

সেখ সামসুদ্দিন : ওয়েষ্ট বেঙ্গল স্টেট জমিয়াত-এ উলেমার অরগানাইজেশনের পক্ষে মেমারি এলাকার বিভিন্ন গ্রামে বা পাড়ায় পাড়ায় ছোট ছোট শিবিরের মাধ‍্যমে দুঃস্থ পরিবারের হাতে খাদ‍্যসামগ্রী তুলে দেওয়া হয়। সম্পূর্ণ লকডাউনের বিধি মেনে ধর্মমত নির্বিশেষে বিধবা, স্বামীহীনা অসহায় দুঃস্থ মহিলাদের এই সাহায্য তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ রাজ‍্য জমিয়াত-এ উলেমায়ের রাজ‍্য সাধারণ সম্পাদক তথা মেমারি মদিনা এডুকেশন এন্ড ওয়লফেয়ার সোসাইটির সেক্রেটারী কারী সামসুদ্দিন আহমেদ জানান চাল, ডাল, আলু, পিঁয়াজ, সরিষা তেল, নুন, সাবান সহ প্রায় ১৯ কেজি করে খাবারের প‍্যাকেট খাঁড়োতে ৪২ জন মহিলার হাতে তুলে দেন। এ পর্যন্ত ২২টি শিবিরে প্রায় ৫০০ পরিবারের মধ‍্যে সহায়তা প্রদান করা হয়েছে এবং ধারাবাহিক এই কর্মসূচি চলবে। এদিন মেমারি শহরের খাঁড়ো থেকে বেড়িয়ে তালপাতা, সোমেশপুর, ইছাপুরের কয়েকটি পাড়ায় ও হাটপুকুরে একইভাবে শিবির করে খাদ‍্য সহায়তা অসহায় মহিলাদের পরিবারের হাতে দেওয়া হবে। খাঁড়ো গ্রামে এই কাজে সহায়তা করেন দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের সদস‍্যবৃন্দ।