|
---|
আজহারউদ্দিন : আরামবাগ শহর জুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় সর্বদা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী,লকডাউন ঘোষনা হ ওযার পর থেকে মানুষের দরবারে হাজির তিনি, শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল আলু,ডাল, সঃতেল, বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন, এবং সবসময় পুরসভাও প্রশাসন, মহকুমা শাসক,সকলের মিলিত প্রচেষ্টায় মহামারী করোনা ভাইরাস এর বিরুদ্ধে কাজ করে চলেছেন,এবং আরামবাগ হাসপাতাল সমস্ত ডাক্তার, নার্স জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন, সাস্হ কর্মী দের ট্রেনিং দিচ্ছে পুরসভা, আরামবাগ শহরে রেশন দোকান থেকে শুরু করে বাজারেও ,দুরত্ব বজায় রেখেছে, সাধারণ মানুষের কোন অসুবিধা না হয সেটা দেখছেন খোদ চেয়ারম্যান স্বপন নন্দী, তিনি বলেন রাজ্য মুখমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ আরামবাগ শহর জুড়ে সকলেই একসঙ্গে ঝাপিযে পড়েছি, এছাড়া ও আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ চৌধুরী, যুব নেতা সেখ বেলাল, সেখ সাহিদ ইমাম, সমস্ত কাউন্সিলর মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন, এর পাশাপাশি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের হুগলি জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা আবরার সাঈদী,নাজির চৈধুরী, সকলেই আরামবাগ শহর ছাড়া ও বিভিন্ন গ্রামে দুঃস্থ মানুষের মধ্যে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়, লকডাউন যতদিন চলবে ততদিন আমরা সমস্ত মানুষের মধ্যে সাহায্য করা হবে বলে জানান আরামবাগ পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী ।