ওয়েস্ট সিকিম মানেই পেলিং

নিজস্ব সংবাদদাতা :ওয়েস্ট সিকিমে সর্বপ্রথম নাম আসে পেলিং এর। অনেকেই পেলিং ঘুরতে গিয়ে সাইট সিন করতে চলে যান সিংশোর ব্রিজ পর্যন্ত। সিংশোর ব্রিজ পার করলেই পরে ডেনটাম ভ্যালি আর তারপরেই ওয়েস্ট সিকিমের শেষ জনপদ রয়েছে , উত্তরে যেখান থেকে রাস্তা চলে গেছে নেপাল বর্ডার পর্যন্ত। পেলিং পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয় কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। পেলিং এর সব থেকে বড় আকর্ষণীয় জিনিস হলো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন। এই জায়গার একটি বিশেষত্ব হয়েছে সব হোটেল থেকেই ঘুমন্ত বুদ্ধকে দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক পরিবেশ মনোরম হওয়ার কারণে পর্যটকদের ঢল নামে। মে মাস থেকে সিজন শুরু হয়। পেলিং এর আশেপাশে রয়েছে বিভিন্ন ঘোরার জায়গা। শিলিগুড়ি থেকে গাড়ি শেয়ার করে যাওয়া যায়, থাকা খাওয়ার খরচ খুব একটা বেশি নয়। সাইট সিন এর জন্য ছোট গাড়ি ভাড়া পাওয়া যায়। সব মিলিয়ে পেলিং পর্যটকদের কাছে আকর্ষণীয়।

     

    পেলিং এর কাছে উত্তরে খুবই ছোট একটি জায়গা, দোকানপাট, হোটেল সব শুধু উত্তরে বাজার এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে। সাধারণ টুরিস্টদের খুব একটা ভিড় না থাকলেও বেশ কিছু জনপ্রিয় ট্রেকিং রুট এখান থেকে শুরু হবার করবে এই জায়গাটি ট্রেকারদের কাছে খুবই পরিচিত।