রাজ্যস্তরের মিটে ফের স্বর্ণ পদক লাভ করল উত্তর দিনাজপুর জেলা

নিজস্ব সংবাদদাতা : রাজ্যস্তরের মিটে ফের স্বর্ণ পদক লাভ করল উত্তর দিনাজপুর জেলা। এদিন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার দেব বিশ্বাস অনুর্ধ-১৬ বিভাগের ৩০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণ পদক লাভ করেছে। পাশাপাশি এদিন অনুর্ধ-১৮ মহিলা বিভাগের ডিসকাস থ্রো-তে উত্তর দিনাজপুরের মানসী সিং তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। জোড়া পদক জয়ে খুশি উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার সচিব সুদীপ বিশ্বাস বলেন, “গতকাল ৬০ মিটার দৌড়ে অনুর্ধ-১৪ বিভাগে বিশ্বরূপ মন্ডল প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেছে। গত পরশু আমাদের জেলার উজ্জ্বল কুমার সিংহ জ্যাভলিন থ্রোয়িংয়ে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক লাভ করেছে। সবার জন্য আমরা গর্বিত।”