সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা হাত থেকে কোনরকমে রক্ষা পেলেন এক মহিলা

নতুন গতি নিউজ ডেস্ক: সেলফির নেশায় ছোট থেকে বড় সবারই একটা আসক্তি রয়েছে। সেলফির সুযোগ কেউ হাতছাড়া করতে চান না। এই আসক্তির কারণে মাঝে মাঝে ঘটে যায় দুর্ঘটনা। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা হাত থেকে কোনরকমে রক্ষা পেলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে কানাডার আটোয়া শহরে।

    ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে রবিবার দিন ওই মহিলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রিডো নদীতে পড়ে যায়। প্রচণ্ড ঠাণ্ডার কারণে জল বরফ হয়ে গিয়েছে। তা সত্ত্বেও বরফের কঠিন আস্তরণ ভেঙ্গে গাড়ির সামনের অংশ জলের মধ্যে ডুবতে শুরু করে । ওই ভদ্রমহিলা সবকিছু জেনেও গাড়ির পেছনের অংশের উপরে উঠে সেলফি নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় এলাকার বাসিন্দাদের ঘটনাটি নজরে আসতে, তারা ছোট ছোট নৌকা করে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ডুবন্ত গাড়ি থেকে ওই মহিলাকে উদ্ধার করে। বরাতজোরে বেঁচে যায় মহিলা। এই ঘটনায় পুলিশ ওই বাসিন্দাদের প্রশংসা করেছে।