|
---|
মহঃনাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, মালদা: হরিশ্চন্দ্রপুর, ১ সেপ্টেম্বর: দীর্ঘ টানাপোড়েনের পর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর, তুলসীহাটা ও বারদুয়ারী’র পাটগোলা মালিক পক্ষ পাটগোলা শ্রমিকদের ১৬ দফা দাবির অধিকাংশ মেনে নিলেন । রবিবার বিকেল পাঁচটার সময় হরিশ্চন্দ্রপুর থানায় আই সি সঞ্জয় কুমার দাসের উপস্থিতিতে উভয় পক্ষের মিমাংসা হয়।আবার যথারীতি ছন্দে সোমবার থেকে পাটগোলা গুলিতে কাজ চলবে।এদিন উভয় পক্ষের মিমাংসায় উপস্থিত ছিলেন মালদা জেলা আইএনটিইউসি সংগঠনের কিষাণ সেলের সাধারণ সম্পাদক জম্বু রহমান, হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের আইএনটিটিইউসি সংগঠনের সভাপতি রাধে শাম বড়াই ও হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা সহ মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ।
জম্বু রহমান জানান, ‘দীর্ঘদিন ধরে পাটগোলা শ্রমিকরা বিভিন্ন দাবিদাওয়া করে আসছিল ।মালিক পক্ষ দাবি গুলি মানতে অস্বীকার করে ।তাই বাধ্যতামূলক গত শনিবার শ্রমিক পক্ষ সাইকেল মিছিল করে ধর্মঘট পালন করলে রবিবার তুলসীহাটা হাটে মালিক পক্ষ সহ কোনো পাট ব্যবসায়ী চাষিদের পাট কিনতে আসেননি। চাষীরা নিরাশ হয়ে পাট নিয়ে বাড়ি ফিরে চলে যান।অনেক চাষি পাট নিয়ে দুশ্চিন্তায় পড়ে ।বিভিন্ন গ্রাম থেকে পাট বিক্রি করতে আসা চাষিরা যাওয়া-আসার দ্বিগুণ ভাড়া দিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।”
এদিন উভয় পক্ষ মিমাংসার জন্য হরিশ্চন্দ্রপুর থানায় দ্বারস্থ হন।শেষ পর্যন্ত মালিক পক্ষ অধিকাংশ দাবি গুলি মানতে বাধ্য হন। সোমবার থেকে বেল প্রতি ৬৫ টাকা থেকে ৭১ টাকা করা হয় । দুপুরে টিফিনের জন্য ১৫ টাকা দেওয়া হবে।বার্ষিক শ্রমিক প্রতি বোনাস হিসেবে ৬ হাজার টাকা বহাল থাকে।বাকি দাবিগুলি মিমাংসার জন্য সোমবার মালিক কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকরা হরিশ্চন্দ্রপুর কমল এজেন্সিতে বসবে ।