প্রাথমিক প্রতিবিধান, থ্যালাসেমিয়া ও রক্তদাতা উদ্বুদ্ধকরণের কর্মশালা কালিয়াচকে

প্রাথমিক প্রতিবিধান, থ্যালাসেমিয়া ও রক্তদাতা উদ্বুদ্ধকরণের কর্মশালা কালিয়াচকে

    কালিয়াচক, নতুন গতি :  ইঁদুর দৌড়ের যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে কর্মব্যস্ত মানুষের জীবন অথচ তার অজান্তেই ঘটে চলেছে ছোট-বড় নানা বিধ দুর্ঘটনা।  তাই এইসব দুর্ঘটনা থেকে কিছুটা মুক্তি পাওয়ার লক্ষ্যে, মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সেন্টজন অ্যাম্বুলেন্স মালদা ডিস্ট্রিক্ট সেন্টারের ব্যবস্থাপনায় রবিবার কালিয়াচক নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো এক দিবসীয় প্রাথমিক প্রতিবিধান থ্যালাসেমিয়া ও রক্তদাতা উদ্বুদ্ধকরণের কর্মশালা।  কালিয়াচক থানার মোট ১৫০ জন পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার ও অ্যাম্বুলেন্স ড্রাইভারগন প্রশিক্ষণ নেন।

    প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ,  সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা, সেন্ট জন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল ।  হঠাৎ করে হাত পা ভেঙ্গে গেলে বা কেটে গেলে কেউ অসুস্থ হলে হাসপাতাল বা চিকিৎসকের কাছে পৌঁছানোর পূর্বেই কিভাবে একজন পুলিশকর্মী অ্যাম্বুলেন্স ড্রাইভার রোগীকে পৌঁছে দিতে পারেন তা ব্যাখ্যা সহ প্রাকটিক্যাল করে দেখান।  এবং রক্ত কেন কখন দরকার তা বুঝিয়ে দেন শ্রী অনিল কুমার সাহা মহাশয়।  ভয়াবহ থ্যালাসেমিয়া বিষয়ক বক্তব্য রাখেন শ্রী সুরজিৎ মন্ডল। কর্মশালায় উপস্থিত ছিলেন মাননীয় প্রশান্ত দেবনাথ ডি. এস. পি.হেড কোয়াটার, মাননীয় উদয় শঙ্কর ঘোষ আই.সি . কালিয়াচক থানা,  মিজানুর ইসলাম স্কাউট মাস্টার প্রমুখ ।  কর্মশালায় হার্ট অ্যাটাক, জলে ডোবার মত প্রশিক্ষণ যেভাবে দেখানো হয় তা সত্যিই খুবই যুগোপযোগী বলে মন্তব্য করেন মালদা ট্রাফিক ইনস্পেক্টর মাননীয় শান্তি নাথ পাঁজা মহাশয়।