বিশ্ব আদিবাসী দিবসে মোহাম্মদ বাজারের উচ্চ বিদ্যালয়ে লোক আদালতের বিশেষ অনুষ্ঠান

নিশির কুমার হাজরা, মোহাম্মদ বাজার: বিশ্ব আদিবাসী দিবসে মানুষের বেঁচে থাকার অধিকার সম্পর্কিত সরকারি আইন সাধারণ মানুষের পাশে সে কথা বোঝানোর জন্য আজ আদিবাসী গ্রামে জেলার আইনি আধিকারিক জেলা জজ প্রতিনিধি ও ডিস্ট্রিক লোক আদালতের সেক্রেটারি দেবজ্যোতি মুখার্জি উপস্থিত হয়ে সাধারণ মানুষদের প্রাঞ্জল ভাষায় জানান, আইনি সহায়তা দেওয়ার জন্য বিনামূল্যে সরকারি ভাবে তাদের সমস্ত ব্যবস্থা রয়েছে।

    ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাবুরাম হেমব্রম, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী সুভরাংশু চৌধুরী, ওই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ওই স্কুলের সমস্ত শিক্ষক মন্ডলী এবং এলাকার অন্যান্য জনপ্রতিনিধিসহ মেহনতী মানুষেরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    জেলা লোক আদালতের সেক্রেটারি আর ও জানান, পারিবারিক জীবনে ছেলে উপার্জনে সক্ষম হওয়া শর্তে ও তার পিতা মাতা কে দেখেননা। নাবালিকা কে জোর করে বিয়ে দেওয়া। জমি বেদখল হয়ে যাওয়া প্রভৃতি নানা সমস্যা সমাধানের ওপর বিশেষ বক্তব্য রাখলেন এবং লোক আদালত আইন সহায়তা বিভাগ পঞ্চায়েতে চালু থাকায় সেখানে তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের চেষ্টা করেন সেটা ব্যাখ্যা করলেন বলে সূত্রের খবর।