মাধাখালীতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন ও সচেতনতা শিবির

 

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মাধাখালী : বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মাধাখালীতে ‘সুচারু’র ব্যবস্থাপনায় দিনটি উদযাপন ও NSIC- এর NSSH বিভাগের উদ্যোগে তপশীলি ও উপজাতির মানুষদের স্বনির্ভরতার উদ্দেশ্যে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়৷ ভগবানপুর থানা ও খেজুরী থানার তপশীলি ও উপজাতি মানুষজন আধার রেজিস্ট্রেশন করে কিভাবে উপকৃত হবেন তার বিশদ আলোচনা করেন NISC এর রিজিওন্যাল ম্যানেজার শ্রী এস প্রকাশ, ডেপুটি ম্যানেজার শ্রী এইচ কে সাহা৷ বিশিষ্ট অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এলাকার মানুষের উন্নতি সম্পর্কে বলেন৷

    আলোচনা সভায় উপস্থিত ছিলেন জুখিয়া অঞ্চলের প্রধান – শ্রী অম্বিকেশ মান্না, শ্রী তপনকুমার দাস, শ্রী অমলেশ মাইতি, বিশিষ্ট শিক্ষক কল্যাণ জানা, শ্রী সুমন নারায়ণ বাকরা, শ্রী দীপংকর মাইতি, ওমপ্রকাশ মাইতি, সচ্চিদানন্দ জানা৷ সভাপতিত্ব করেন শ্রী সমরেশ সুবোধ পড়িয়া৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী শ্যামাপদ রাণা৷