যুবসমাজের পুরো ভোট বিজেপিকে, রাজনীতি বিশেষজ্ঞরা একাংশ মনে করছেন

জাহির হোসেন মন্ডল, কলকাতা : বাংলা বেকার ভাতা চায়নি, চেয়েছিল চাকরি –  পশ্চিমবাংলায় বেকারত্বের ছবিটা গত দশবছরে বিশেষ কিছু পরিবর্তন হয়নি। বিপরীতে বেকারদের অবস্থা আরো সঙ্গিন হয়েছে। আর এই কারণের জন্যই হয়ত বিজেপির এমন উত্থান এমনটাই মনে করছেন রাজনীতি বিশেষজ্ঞরা।

    রাজ্যের যুবসমাজ ভীষণ ভাবে বিরক্ত তৃণমূলের প্রতি, তা এই ভোটের ফলাফলে একদমই পরিষ্কার। টেট কেলেঙ্কারি, ডি.এ. নিয়ে অসন্তোষ, এস.এস.সি. ছাত্রদের অনশন এই সবের আঁচ যে এই ভোটে পড়বে এমন আভাস পাওয়া গেছিলো অনেক আগেই। কিন্তু ২ থেকে সরাসরি ১৯ (শেষ পাওয়া খবর অনুযায়ী) নম্বরে উঠে আসাটা হয়তো অনেকেই মানতে পারেনি মন থেকে। পশ্চিমবঙ্গ আর তৃণমূলের ফাঁকা আওয়াজ চাইছে না তা আজ পরিস্কার বেঝাযাচ্ছে। সিভিক পুলিশ বা সিভিক টিচারের মতো পদ দিয়েও ভোটের চিড়ে ভেজানো সম্ভব হয়নি তা এখন পরিষ্কার। এখন দেখার বিষয় কী করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী।