|
---|
মিজানুল কবির, নতুন গতিঃ ২০১৯ লোকসভা ভোটে গোটা দেশের পাখির চোখ বিহারের বেগুসরায় আসন ।একদিকে বিজেপীর তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গিরীরাজ সিং অন্যদিকে বিহারের ভূমিপুত্র কানহাইয়া কুমার ।আগেভাগেই কানহাইয়ার সমর্থনে এসেছেন সাইলা রাশিদ ,জিগ্নেশ মেবানি কিংবা জাভেদ আখতার ।
এবার আসলেন ওয়ান্টেড খ্যাত গানি ভাই ওরফে প্রকাশ রাজ।
কানহাইয়ার সমর্থনে গতদিনে বিহারে প্রকাশ রাজের পাশাপাশি আসেন শাবানা আজমীও । বিহারের ভুমিপুত্রের প্রচার সভায় এসে কার্যত আপামোর জনগণের উচ্ছাস উল্লাস দেখে টুইট করে জানালেন প্রকাশ রাজ ” বেগুসরাইয়ের জনগণ কানহাইয়া কুমারকে জেতাতে মরিয়া এখানে এসে খুব ভালো লাগল”।
বেগুসরায় বাসী মন বানিয়ে ফেলেছে কানহাইয়াকে জেতানোর জন্য বলেও টুইটে উল্লেখ করেন তিনি।