আসামী ধরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, কালিয়াচকে নিহত ৩ সিভিক ভলান্টিয়ার

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মালদা: আসামী ধরতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পুলিসের গাড়ি। প্রাণ হারালেন ৩ সিভিক ভলান্টিয়ার। আহত গাড়ি চালক সমেত সাত জন। এদের মধ্যে দু’জন মহিলা সিভিক ভলান্টিয়ার রয়েছেন। কালিয়াচকের জালালপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কে রাত একটা নাগাদ দুর্ঘটনা ঘটে। মৃত তিন সিভিক ভলান্টিয়ার হলেন ইব্রাহিম শেখ, পঙ্কজ মণ্ডল ও ওবাইদুর শেখ। এদের বাড়ি যথাক্রমে কালিয়াচকের সুলতানগঞ্জ, আলিপুর ও গুদুয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে আসামি ধরে ফিরছিল পুলিশের চারটি গাড়ি। তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। জাতীয় সড়কের ধারে গার্ড ওয়ালে ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। গাড়িতে সকলেই সিভিক ভলান্টিয়ার ছিলেন। আহত সিভিক ভলান্টিয়ারদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে এক সিভিক ভলান্টিয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা মালদার একটি বেসরকারি নার্সিংহোম চলছে।