নতুন কৃষি আইনকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় তুলে আজ দেশে ফের ভারত বনধ পালিত হচ্ছে

নতুন কৃষি আইনকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় তুলে আজ দেশে ফের ভারত বনধ পালিত হচ্ছে

     

     

     

     

    নতুন গতি নিউজ ডেস্ক : ভোটমুখী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল বাদে আজ দেশের বাকি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সকাল ৬ টা থেকে শুরু হয়েছে কৃষকদের ডাকা বনধ। মনে করা হচ্ছে, বনধের জেরে দেশের তাবড় রাস্তা ঘাট এদিন বন্ধ থাকত পারে। পরিবহণের ক্ষেত্রে বড় হাইওয়েগুলি এই বনধের জেরে বিপর্যস্ত হতে পারে। বহু বাজার এলাকা এদিন বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে।

     

    কেন্দ্রীয় সরকারের তিনটি নতুন কৃষি আইনকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় তুলে আজ দেশে ফের ভারত বনধ পালিত হচ্ছে। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া দেশের কৃষক আন্দোলন আজ ৪ মাসে পা দিল। এদিকে, ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা আজ এই বনধের ডাক দিয়েছেন।

     

    প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহার নিয়ে এখনও পর্যন্ত সেভাবে কোনও সমাধান সূত্র মেলেনি। এর আগে কেন্দ্র ও কৃষকরা দফায় দফায় বহু বার বৈঠক করলেও, তার নির্দিষ্ট সমাধান কিছু বের হয়নি। এদিকে, আজকের ভারত বনধে কৃষকরা তাঁদের সঙ্গে সাধারণ মানুষকে এই আন্দোলনে যোগ দেওয়ার কথা জানিয়ছেন।

     

    তবে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, ও কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরি এই বনধের আওতার বাইরে। এই সমস্ত রাজ্যগুলিতে ভোট সংগঠিত হওয়ার কথা রয়েছে। আর তার জেরেই এমন পদক্ষেপ।