গরু পার করতে গিয়ে নদীতে ডুবলো কিশোর, মালদা চাঁচলের ঘটনায় শোক

গরু পার করতে গিয়ে নদীতে ডুবলো কিশোর, মালদা চাঁচলের ঘটনায় শোক

    উজিরা আলী, নতুনগতি চাঁচল: গরু নিয়ে পার হওয়ার সময় বাবা ও দাদাদের চোখের সামনেই মহানন্দাই তলিয়ে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার ভেবা গ্রাম সংলগ্ন মহানন্দা নদীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই দাদার সাথে সাথে গরু নিয়ে নদী পারাপার করছিলেন ওই কিশোর। হঠাৎ বড় ভাইয়ের হাত চ্যুত হয়ে নদীর গর্ভে তলিয়ে যায় ছোট ভাই পুলিশ সূত্রে জানা যায়। নিখোঁজ ওই কিশোরের নাম ফরিদ আলী বয়স ১৭। সকাল সাড়ে নটায় নদী পারাপার করতে গিয়ে তলিয়ে যায়সে বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা ৪ ঘন্টা ধরে নৌকো নিয়ে ৫ কিলোমিটার জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছেন। কিন্তু এখনো সেই কিশোরের সন্ধান মেলেনি ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে চাঁচল থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে l চাঁচোল ব্লক প্রশাসনের আধিকারিক রাও মহানন্দা নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছেন। যদিও ঘটনার ৪ ঘন্টা অতিক্রম হওয়ার পরেও এখনো খোঁজ মেলেনি ওই কিশোরের।কিশোরের সন্ধানে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা চার-পাঁচটা নৌকো নিয়ে নদীর পাড় ধরে সন্ধান চালিয়ে যাচ্ছেন। ৪ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখনও পর্যন্ত পৌছায়নি বিপর্যয় মোকাবিলা টিম বলে ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। তবে চাঁচল ১ নং ব্লকের যুগ্ম বিডিও মোহন বার্মা জানিয়েছেন প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলা আনার প্রস্তুতি চলছে। শীঘ্রই পৌছাবে।

    চাঁচল ১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানিয়েছেন, ঘটনা ঘটা মুহুর্তেই প্রশাসনের তরফে ব্লক স্তরের ডুবুরিদের দেহ তল্লাশির জন‍্য মহানন্দাত নদী নামানো হয়েছে। পরে নদীতে বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছেন এবং দেহ তল্লাশির কাজ শুরু করেছেন বলে প্রশাসন সূত্রের খবর।